আরেক সন্তানের মৃতদহ দেখেই জ্ঞান হারালেন মা মৃণালিনী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ ভাইয়ের মৃত্যুর ১৪ দিন পর মারা গেলে আহত আরেক ভাই রক্তিম সুশীলও মৃতদেহ দেখে জ্ঞান হারালেন তার মা মৃণালিনী।
মঙ্গলবার রক্তিমের মরদেহ হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয়। পথে মালুমঘাট বাজারের পাশে অ্যাম্বুলেন্সেই ছেলেকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন মা মৃনালিণী সুশীল মানু। কিন্তু সন্তানের মরদেহের কাছে গিয়েই জ্ঞান হারান তিনি।
এ সময় কান্নায় ভেঙে পড়েন বোন মুন্নী সুশীল ও ছোট ভাই প্লাবন সুশীলসহ ঘটনাস্থলে উপস্থিত অনেকেই।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চকোরিয়ার মালুমঘাটে পৌঁছায়। তারপরই ঘিরে ধরে এলাকাবাসী। পরে সেখান থেকেই সৎকারের জন্য মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকোরিয়ায় সাত ভাই ও দুই বোন রাস্তা পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন