আফিফ ও মিরাজের ব্যাটিংয়ে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে বাংলাদেশ পাঁচ ওভারেই হারিয়ে ফেলে ৪ উইকেট। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই মুজিবের বলে
সাজঘরে ফিরলেন সাকিব। ১১ ওভার ২ বলে মাহমুদুল্লাকে হারিয়ে বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১০০ রান হবে কিনা সংশয় দেখা দিয়েছিল।
সেই অবস্থায় ক্রিজে সর্বশেষ স্বীকৃত জুটি আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ ধীরে ধীরে জুটি গড়ে তোলেন স্বীকৃত ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে দারুণ দুটি ধৈর্য্যশীল ইনিংস খেলে নিজেদেকে ছাড়িয়ে বাংলাদেশকে ৪ উইকেটের এক অবিশ্বাস্য জয় এনে দিলেন এই দুই তরুণ।
এর আগে ওয়ানডেতে আফিফের হাফ সেঞ্চুরি ছিল না। ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলা আফিফের ওডিআইতে প্রথম হাফসেঞ্চুরী। অন্যদিকে, ৮১ রানের অপরাজিত ইনিংস খেলা মিরাজের এর আগে ১ ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৫১।
আপনার মন্তব্য লিখুন