খতিবের বিরুদ্ধে এক শিশুকে বলাৎকারের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ বছরের ছেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের খতিব সোহরাব উদ্দিন (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাওলানা সোহরাব উদ্দিন সুনামগঞ্জ জেলার হাসমত আলীর ছেলে ও নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকড় জোবেদা খাতুন জামে মসজিদের খতিব। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক মিশন বিশ্বাস বলেন, মসজিদের মক্তবে শিশুদের আরবী পড়ান মসজিদের খতিব মাওলানা সোহরাব উদ্দিন। সেখানে যৌন নিপীড়নের শিকার শিশুটি।
জানা যায়, কয়েকজন শিশু মাঝে মাঝে মসজিদের পাশে কক্ষে মাওলানা সোহরাব উদ্দিনের সাথে এসে ঘুমাতেন। এসময় ওই শিশুটিকে মাঝে মাঝে যৌন নিপীড়ন করতেন মাওলানা সোহরাব উদ্দিন। বিষয়টি এতদিন গোপন থাকলেও মঙ্গলবার রাতে জানাজানি হয়ে যায়। এনিয়ে শিশুটির পরিবার থানায় জানালে রাতেই মাওলানা সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য লিখুন