১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

৪ তরুণ শিক্ষার্থী দেয়া ‘ চা কুন্ঞ্জ ‘ দোকানে চা পান সাথে বই পড়া ফ্রি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের ৫ তরুণ শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ রুমি, মোসাদ্দেক চৌধুরী মুকুট, আশিকুর রহমান, শরিফুল আমিন তানভীর ও শাহাদাৎ হোসেন মজিদ। ৫জনই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। তারা ভাল বন্ধু হওয়ার সুবাদে চলেন ৫জন একই সাথে। তারা ভাবছিলেন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবেন। যেই ভাবনা সেই কাজ। জেলা শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা টিএ রোডের বঙ্গবন্ধু স্কোয়ারের দিলেন ব্যতিক্রমী একটি চায়ের দোকান। এই দোকানে যারা আসবেন চা পান করতে, তারা সাথে বই ফ্রিতে পড়তে পারবেন। দোকানের নাম দিলে ‘চা কুঞ্জ’।

সরেজমিনে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে দেখা যায়, বাঁশ আর শুকনো খড় দিয়ে তৈরি করা একটি ছোট্ট ঘর। ঘরটি সামনে ঝুলানো নাম ‘ চা কুঞ্জ’। সেই ঘরের দুই পাশে রাখা বইয়ের স্তুপ। ভেতরে মাটির কাপে তৈরি করা হচ্ছে চা। চা একজন তৈরি করছেন, আর পরিবেশন করছেন ৪জন তরুণ। চায়ের দোকানে পাশে দাঁড়িয়ে অনেকে চা পান করছেন। কেউ কেউ চা পান করার পাশাপাশি বই পড়ছেন।

চা কুঞ্জের অন্যতম উদ্যোক্তা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র হোসাইন মোহাম্মদ রুমি জানান, মানুষ অহেতুক আড্ডা দিয়ে সময় অপচয় করেন। আপাতত দোকানে ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন ধরনের উপন্যাস ও ইসলামিক বিষয়ের বই রয়েছে। পাঠকদের জন্য বই আমরা আরও সংযোজন করবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন