ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় কৃষি কর্মকর্তা নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ, কে, এম আশরাফ শান্ত (২৫) নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহম্মেদ বলেন, রবিবার সকালে শান্ত জেলার নাসিরনগর গ্রামের বাড়ি থেকে বিজয়নগর অফিসে আসার পথে চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে সন্ধ্যায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন