নবীনগরের এসিল্যান্ডের তাৎক্ষণিক ব্যবস্থায় দখল হওয়া থেকে রক্ষা পেল (সওজ)এর জায়গা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর আলীয়াবাদ এলাকায় অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করতে গেলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ব্যবস্থা নেয়ায় দখল করতে ব্যর্থ হয় অবৈধ দখলদারগণ।
সূত্রে জানা যায়,নবীনগর পৌরসভার আলীয়াবাদে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে ৭৪৫ দাগে ৭ শতাংশ এবং ৭৪৬ দাগের ১৪ শতকের ৪ শতাংশ জায়গা সড়ক ও জনপথ ভূমি অধিগ্রহণের মাধ্যমে তাদের করে নিয়ে নেয়। ৭৪৬ দাগের ১৪ শতাংশের মধ্যে জায়গার মূল্য মালিক রহিজ উদ্দিন বেপারী ১০ শতাংশের জায়গার মালিক বৃদ্ধমান থাকিলে তার ওয়ারিশগণ সেই জায়গা অন্যদের নিকট বিক্রি করে দেয় এবং ৪ শতাংশ ভূমি অধিগ্রহণের টাকা না পেয়ে বর্তমান মাঠ পরচা বি এস তাহার নামে করেন।যাহা নিয়ে সড়ক ও জনপথের সাথে বর্তমানে মামলা চলমান রয়েছে, মামলা চলমান থাকায় সড়ক ও জনপথ এবং বি এস মালিক কারোই দখলে জায়গা না থাকায় ঔষধ কোম্পানিতে কর্মরত আনোয়ার হোসেন ও আলীয়াবাদ বাজারের ফার্মেসী ব্যবসায়ি রিপন সোমবার ০৭/০২/২২ ইং তারিখে সকালে অবৈধভাবে দখল করতে গেলে, খবর পেয়ে নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন জানান,অবৈধ দখলদারদের কবল থেকে সড়ক ও জনপথের জায়গা বেদখল করা হয়েছে,দখলদাররা যেখানে-সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন