১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের জমি নষ্ট করে বালু উত্তোলন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃব্রা হ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ, কাজিরচর ও সাতদৌনা মৌজার ২৩৮ একর জায়গা ১৭২ জন ভূমিহীনের মধ্যে হস্তান্তর করা হয়।

এসব জমিতে তারা আবাদ করেই সংসার চালান। গত দুই সপ্তাহ ধরে উপজেলার রূপসদী গ্রামের নবী মিয়ার নেতৃত্বে স্থানীয় কয়েকজন বালিয়াদহ বিল থেকে বালু উত্তোলন করছেন।

অভিযোগকারী মামুন মিয়া বলেন, এখনো খননযন্ত্র দিয়ে আমাদের জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আগে দিনের বেলায় বালু উত্তোলন করা হলেও এখন রাতের বেলা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে মাগরিবের পর থেকে মধ্যরাত পর্যন্ত খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে।

তিনি বলেন, এখান থেকে উত্তোলন করে এই বালু দিয়ে রূপসদী পশ্চিমপাড়ার ২৭ শতক খাসজমি ভরাট করা হচ্ছে। সেই জমিতে আশ্রয়ণ প্রকল্প করা হবে। এ প্রকল্পের জন্য সরকারি জমি ভরাট করা হলে তো সেই কাজ দরপত্রের মাধ্যমে করার কথা। আমাদের ফসলি জমি কেন নষ্ট করতে হবে!

বালু উত্তোলনকারী নবী মিয়া বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কথায় খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এছাড়াও ইউএনও ও এসিল্যান্ড আমাকে বালু উত্তোলনের দায়িত্ব দিয়েছেন।

তবে রূপসদী ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য এই বালু দিয়ে খাস জমি ভরাট করা হচ্ছে।

দরপত্র আহ্বানের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এটি উপজেলার উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ভালো বলতে পারবেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে কেউ করছে কি-না সে বিষয়ে খবর নেব।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন