১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ধর্মপাশায় সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থগার দিবস পালন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.শাহীন আলম, সুনামগঞ্জ::সুনামগঞ্জের ধর্মপাশায় সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থগার এই স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ধর্মপাশা মাস্টার বাড়ী সুফিয়া-রহিম গণপাঠাগারের উদ্দ্যেগে ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য। জাতীয় পর্যায়ে প্রতি বছরের মতো এ বছরও সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদরে ধর্মপাশা মাস্টার বাড়ী সুফিয়া-রহিম গণপাঠাগার এর উদ্দ্যেগে আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উপলক্ষে অত্র পাঠাগারের ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে বেলা 11 টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা শিক্ষাপল্লীর পরিচালক, সুফিয়া-রহিম গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গোলাম জিলানী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাস্টার বাড়ী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মোঃ মনির হোসেন, রত্না আক্তার, আলপিনা আক্তার, আফরুজা আক্তার। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাদিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।##

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন