সাংবাদিক রেজাউল করিম এ-র দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বৃহস্পতিবার বাদ যোহর জেলা শহরের ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন। পরে শহরের মৌলভীহাটির কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। উল্লেখ্য, সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।
আপনার মন্তব্য লিখুন