১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ১৪ ইউপিতে পৌছে দেয়া হয়েছে নির্বাচনী সরাঞ্জাম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ষষ্ঠ ধাপে আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে রবিবার দুপুরে স্ব স্ব উপজেলার প্রতিটি কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে নির্বাচনী সরাঞ্জাম। নবীনগর ও কসবায় ১৩৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮০ হজার ৪৮৬ জন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৩২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। এছাড়াও নবীনগর উপজেলা ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ২২০ জন প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। শন্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন