হুইলচেয়ার পেয়ে আনন্দ কাঁদলেন পঙ্গু বেগমনেছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ফেসবুকে পোস্ট হওয়ার পর চলার সাথী হুইলচেয়ার পেল বেগমনেছা (৭০) নামের এক অসহায় বিধবা বৃদ্ধা নারী। চেয়ার পেয়ে আনন্দে তিনি কাঁদলেন। সম্প্রতি সরকার অনুমোদিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী বেগমনেছার দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তাঁরা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে হুইল চেয়ারের টাকা পাঠান পঙ্গু বেগমনেছাকে হুইলচেয়ার কিনে দেয়ার জন্য। গতকাল শুক্রবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে বেগমনেছার বাড়িতে গিয়ে তাঁকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ। গত ৮ মাস আগে বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙ্গে যায় বেগমনেছার। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি। হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী বেগমনেছা আনন্দে কেঁদে কেঁদে বলেন, চেয়ার কিনবার তপিক আমরার নাই বাবা। চেয়ার পেয়ে বহুত খুশি হইলাম। কোন দিন ভাবিনি আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব। আল্লাহ দিছে। তোমরার লাগি যতদিন বাঁচি দোয়া করুম বাজান। বেগমনেছা সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী।
আপনার মন্তব্য লিখুন