ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উদ্যোগে বেওয়ারিশ লাশ দাফন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা পরিচয়ে আবারও একটি বেওয়ারিশ (বৃদ্ধের) লাশের দাফন করা হয়েছে ।
বুধবার কসবা উপজেলার মান্দারপুর এলাকায় একটি চায়ের স্টল থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের (বেওয়ারিশ) লাশ উদ্ধার করা হয়েছিল। পরে বেওয়ারিশ লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঐ বৃদ্ধের পরিবারের সন্ধান না পাওয়ায় গত বৃহস্পতিবার ২৭-০১-২২ বাদ আসর বাতিঘরের সদস্যদের নিয়ে জানাজার পর মেড্ডাস্থ তিতাসপাড়ের কবরস্থানে লাশটি দাফন করা হয়।মানবিক সংগঠন বাতিঘরের উদ্যোগে এখন পর্যন্ত ৩৬টি বেওয়ারিশ লাশ দাফনকাজ সম্পূর্ণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন