আইনজীবি সমিতির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ সমর্থিত সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তানবীর ভূঁইয়া ও সাধারন সম্পাদক পদে মফিজুর রহমান বাবুল নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী বাদে স্বতন্ত্র প্রার্থীও জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জীব কুমার দেবনাথ ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী সভাপতি পদে ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী তানভীর ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে একই পরিষদের প্রার্থী মফিজুর রহমান বাবুল ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এ. কে. এম. কামরুজ্জামান মামুন পেয়েছেন ২৯৩ ভোট ও সাধারন সম্পাদ পদে শামছুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন ২২২ ভোট।
এদিকে সহ-সভাপতি পদে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বিলকিস সুলতানা খানম। এছাড়া সম্পাদক প্রশাসন পদে ৩০৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলী, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. আলাউদ্দিন ২৪৮ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবু বক্কর সিদ্দিকী বাবর ৩৭৮ভোট এবং সদস্য পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক ৩৪৫ ভোট, এ. এইচ. এম. মনিরুজ্জামান সুমন ৩১৫ ভোট, আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ৩৪২ ভোট ও রাকিব হোসেন ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অডিটর পদে কোনো প্রার্থী না থাকায় জাকির হোসেন রাসেল বিনা প্রতিদ্বন্ধিতায় আগেই নির্বাচিত হন।
আপনার মন্তব্য লিখুন