শাবির ভিসির পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। একই সাথে তারা ভিসির পদত্যাগ দাবি করে। বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে ভিসির অপসারণ চেয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া জান্নাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহইয়ী সারদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাফিদি ইসলাম, তামান্না ইসলাম তিথি, ঢাকা মেডিকেল কলেজের মো. রাফি, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিক এবং হোমায়রা হিমু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাফর ইকবাল স্যারের আহ্বানে আন্দোলনরত ২৮ জন শিক্ষার্থী অনশন থেকে সরে দাঁড়িয়েছে। তবে অনশন থেকে সরে দাঁড়ালেও ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
আপনার মন্তব্য লিখুন