ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৭৫ জনের করোনা শনাক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৭ জন জেলায় নতুন ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২৯.৪১% ছাড়িয়েছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৭৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এবং জেলায় ১১৮৫৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবারের সিভিল সার্জন ফেসবুক পেইজের তথ্যমতে জেলায় ২৫৫ জনের রিপোর্টের মধ্যে নতুন ৭৫ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, সরাইল উপজেলায় ১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নবীনগর উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ২৫ জন।
তার ভিক্ততে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৭৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৮৫৯ জন, নাসিরনগর উপজেলায় ৩৫৩ জন, সরাইল উপজেলায় ৭৩২ জন, আশুগঞ্জ উপজেলায় ১২২৪ জন, বিজয়নগর উপজেলায় ৩৭৪ জন, নবীনগর উপজেলায় ১৮৮৮ জন, আখাউড়া উপজেলায় ৬২২ জন, কসবা উপজেলায় ১৮৫৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৪৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এরি মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৪০ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ১৮ জন ও নবীনগর উপজেলায় ৮ জন।
আপনার মন্তব্য লিখুন