ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টি জেলা শাখার নবম সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখার ‘নবম সম্মেলন-২০২২’
অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক। জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ
ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাসান তারেক চৌধুরী সোহেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আছমা খানম প্রমুখ।
পরে অনুষ্ঠান শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শাহরিয়ার মোঃ ফিরোজকে সভাপতি ও সাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
আপনার মন্তব্য লিখুন