১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বতর্মান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আমাদের মধ্যে শ্রেণীভেদ আছে, পেশার ভিন্নতা, ধর্মীয় ও বর্ণের পার্থক্য আছে। ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা মানুষ। যার যা প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। সকল পেশার প্রতি সম্মানবোধ রাখা উচিত। দেশের উন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে।বর্তমান সরকার ক্ষমতার আসার পর রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আজ ৯ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায়
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উচালিয়াপাড়া প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি -২০২২ আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, পরাধীনতার শিখলে বন্ধি রেখেছিল পাকিস্তানী শাসক গোষ্টি আমাদেরকে । শিক্ষা ও খাদ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমরা, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, এখন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছেন।তারা সোনার বাংলাকে ভালবাসেন না তাই দেশের উন্নয়নে বাধা দেয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সময় সকলের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর হাত যথেষ্ট শক্তিশালী আছে।আমাদের কারণে শেখ হাসিনার হাত যেন দুর্বল না হয়। সিআইপি, চেয়ারম্যান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা ও পরিচালক- এফবিসিসি আই, প্রীতি চক্রবর্তী সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ বেসামরিক বিমান পরিবহনও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী,অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, অন্যান্যরদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা খাঁন, জেলা পুলিশ সুপার মো, আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল,(সরাইল- সার্কেল) সিনিয়র এ এসপি মো.আনিছুর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক এডভোকেট মো. নাজমুল হোসেন, আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি সদস্য সচিব ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবর্তী।এসময় এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে সরাইল-আশুগঞ্জ উপজেলার শীর্ষ ১৩টি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অর্জনকারী ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন