সরাইলে কনকনে শীতের মাঝে বোরো রোপণে মাঠে কৃষক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোতাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জুড়ে হাড় কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্য কৃষকদের হিড়িক পড়েছে। সরাইলে হাওর অঞ্চলে কৃষকদের বোরো চাষ রোপণ পুরোদমে শুরু হয়ে গেছে। এমনকি অনেকের প্রায় শেষ পর্যায়ে বোরো রোপণ। কাক ডাকা ভোর থেকে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন কৃষি শ্রমিকরা। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত গরুর লাঙ্গল ও ট্রাক্টর দিয়ে বোরো জমি চাষের জন্যে হাল চাষ করছেন কৃষক। এদিকে অভিযোগ উঠেছে সরাইল কালিকচ্ছ আকাশী বিলে দিনের দিন কৃষকরা চাষাবাদে আগ্রহ আগের মতো নেই। প্রতি বছরের এই ফসলি জমি ভেকু দিয়ে মাটি কাটার কারণে পাশের জমির ফসলের অনেক ক্ষতি হয়। এ নিয়ে কৃষকরা অভিযোগ করেও কোন প্রকার প্রতিকার আসে না। দিনের দিন আরও ভিকু ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।কে শুনে কার কথা।দায়িত্বশীল কর্মকর্তারা দেখ না দেখার ভান করে। অভিযোগ না করলে,বলে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর অভিযোগ করা হলে বলে দেখতেছি। দেখার মধ্যে সময় পার।
ভোর থেকে কনকনে ঠান্ডার মধ্যে শ্রমিকরা চারা রোপণ করছেন বোরো জমির মাঠে। সরাইল উপজেলার বিভিন্ন বোরো জমির মাঠ ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্যে এখন থেকেই আগাম বোরো চাষের জমি হালচাষ করা সহ বোরো ধানের রোপণ করছেন কৃষকেরা। কালিকচ্ছ এলাকার ধরন্তী গ্রামের কৃষক হেলাল জানান,তিনি এবার ২০বিঘা জমিতে বোরো ধান চাষ করবেন। ইতিমধ্যে সবার আগেই তিনি আকাশী বিলে পানি নিষ্কাসনের সাথে সাথে তার ৯বিঘা বোরো জমিতে ধান রোপণ করতে শুরু করেছেন। তাই এবার বোরো চাষের জন্য একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করা সহ বোরো রোপণ করছেন। তবে তিনি বলেন, এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিকদের পাওয়ায় কষ্টকর বলে জানান তিনি।
তিনি বলে দেখেন ভিকু আর ট্রাক্টর এর অত্যাচারে কোন কাজ করা যাচ্ছে না। কোন কিছু বললে এরা আমাদের উপরে আরো রাগাম্বিত হয়ে আসে।শুনেছি কালীকচ্ছ গ্রামের কাজী বদিরুজ্জান নামের একজন অভিযোগ করছে কিন্তু কই কোন খবর তো নাই। এখন আরো বেশি করে মাটি কাটছে।
আপনার মন্তব্য লিখুন