বছরের প্রথমদিনেই নতুন বই পেলো সরাইলের শিক্ষার্থীরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) নতুন বই বিতরণ কার্যক্রম বছরের প্রথম আজ থেকে শুরু হচ্ছে সরাইলে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে স্কুলে বই বিতরণ হচ্ছে। বছর প্রথম দিনে সরাইল উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ শত ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার(১জানুয়ারি) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মূদুল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান।পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেন।
এদিকে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ করেন, সকালে উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্ম্যমৎ শামছুল নাহার সুলতানা হকের সভাপতিত্বে, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিনসহ স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন। সরাইল উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে
এই কার্যক্রমে মাধ্যমিক পর্যায়ে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৪৪ হাজার বই। ও উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানান, প্রাথমিক ও কিন্টারগার্ডেন পর্যায়েসহ ২২১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৭২ হাজার পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন