১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

গ্যাসে চাপ নেই দীর্ঘদিন এসমস্যার বিপাকে আন্দোলনে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার নারীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়া থেকেই সারাদেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে। অথচ এ জেলাতেই এখন চাপ নেই গ্যাসের। দীর্ঘদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সমস্যা দেখা দিচ্ছে। ফলে রান্না করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। এ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছেন নারীরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিতাস গ্যাসের সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা কার্যালয়ের ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন তারা। এ মানববন্ধনের উদ্যোগ নেন বিশিষ্ট নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। মানববন্ধনে বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি তাহমিনা আক্তার পান্না, ইউপি সদস্য মহসিন খন্দকার, গ্যাস ঠিকাদার মো. শাহেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ আছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।

এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানান তারা। পাশাপাশি সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল হক বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়েছে আজ আন্দোলন করেছেন। শীতকালে গ্যাস সরবরাহ এমনিতেই কম হয়, এছাড়া অবৈধ সংযোগ ও আন্তঃকোম্পানি সমস্যার কারণে গ্রাহকরা গ্যাস কম পাচ্ছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন