১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের দাঙ্গা আবার চাঙ্গা?

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কখনো দু গোষ্ঠী আবার গ্রামে গ্রামে বাড়ির সিমানা, গাড়ি ভাড়া, প্রেম বিষয়ী ও বিভিন্ন অজুহাতে, ঈদ বা মৌসুমি দাঙ্গা নামে বসত বাড়ি ঘর লুটতরাজ, বৃদ্ধা ও শিশু বাচ্চাসহ রক্ষা পায়না এলাকায় নিরপরাধ লোকজনসহ আহত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এদিকে গতকালের সংঘর্ষের ঘটনায় ৬৫জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে তিন- চারশত জনকে। ঐদিন ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ সুত্রে জানান।
এলাকার সুধীমহলের ভাষ্যমতে, এ দাঙ্গার জন্য সরাইলে ঐতিহ্য আর ইতিহাস কলঙ্কীত হচ্ছে বলে দাবি করেন তারা। ইউপি নির্বাচন সহ এ এলাকায় প্রায় অনেক দিন ধরে সংঘর্ষের কোন ঘটনা না ঘটলেও। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সরাইলে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ ২৫জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া ডাইনপাড়া ও সৈয়দটুলা খন্দকারপাড়ার লোক জনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কূটাপাড়া ও সৈয়দটুলা গ্রামের বৌবাজারের কুট্টাপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে খোলামাঠে কুট্টাপাড়া গ্রামের ডাইনপাড়া ও সৈয়দটুলা গ্রামের খন্দকার পাড়ার দুই দল যুবক ক্রিকেট খেলার একপর্যায়ে যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এর জের ধরে দুপুরের দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ২৫জন লোক আহত হয়েছে।সংঘর্ষে উভয় পক্ষের পুলিশসহ ২৫ জন লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। দাঙ্গা বাজদের দাঙ্গা নিয়ন্ত্রন করে সরাইল থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন জানান, আহত ৫ পুলিশ সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুই গ্রামের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ৫ জনকে আটক করা হয়েছে। ৬৫ জনের নাম উল্লেখ্য করে ৩-৪শতজন অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে। গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন