ভোটগ্রহণ চলাকালে টাকাসহ ২ জন এজেন্টকে আটক ও কারাদণ্ড, সংঘর্ষে আহত ৫ আটক ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ৩৪ হাজার টাকাসহ আটক হওয়া মহসিন মিয়া (৩২) নামের এক এজেন্টকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ওই ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতর থেকে পুলিশ তাকে আটক করে।
এরপর দ্বায়িত্বপ্রাপ্ত নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক তাকে কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মহসিন আদমপুর গ্রামের রাসু মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী এজেন্ট ছিলেন।
এদিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছ থেকে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হাবিবুল বাশার (৩৮) নামে ওই এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত বাশার মনিয়ন্দ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূইয়ার এজেন্ট ছিলেন।
এছাড়া বিজয়নগর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন এবং এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খুদেহাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভোটররা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও দুপুরের দিকে মেম্বার প্রার্থী হাবিবুর রহমান (মোরগ) ও বাছির মিয়া (আপেল) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় ৫ জন আহত হন। এতে ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়লে প্রায় আধঘন্টা ভোটগ্রহণবন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় ভোটগ্রহন শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় পুলিশ আতিকুর রহমান সবুজ ও মোঃ রায়হান নামে ২ জন আটক হয়েছেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. মমিন মিয়া জানান, মেম্বার সমর্থকদের সংঘর্ষে ভোটাররা আতংকে কিছুক্ষণ ভোটকেন্দ্রের বাইরে ছিলো। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আপনার মন্তব্য লিখুন