ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া সম্প্রদায়ের ২ জনের মরদেহ দাফনে বাধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে আহমদীয়া সম্প্রদায়ের দুইজনের মরদেহ কবরস্থানে দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঘাটুরা গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করতে গেলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের আলোচনার পর মরদেহ দুটি জেলা শহরের কান্দিপাড়া এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার রাতে ঘাটুরা গ্রামের এক নারী (৪৭) ও বৃহস্পতিবার ভোরে এক বৃদ্ধ (৭০) মারা যান। তারা দুইজনই আহমদীয়া সম্প্রদায়ের। সকালে ঘাটুরা গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করতে গেলে স্থানীয় কয়েকজন বাধা দেন।
এ সময় তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেন। তারা আহমদীয়া কবরস্থানে নিয়ে দাফন করার জন্য বলেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘাটুরা গ্রামের আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের সাধারণ সম্পাদক এসএম সেলিম জানান, মরদেহ দাফনের জন্য কবর খোঁড়ার পর গ্রামের কিছু লোক এসে বাধা দেয়। প্রশাসন স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আহমদীয়াদের জন্য আলাদা কবরস্থান করে দেওয়া হবে বলে জানায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ঘাটুরা গ্রামে আহমদীয়া সম্প্রদায়ের জন্য আলাদা কবরস্থান করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন দুইজনের মরদেহ কান্দিপাড়া এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে দাফন করা হবে।
আপনার মন্তব্য লিখুন