সুবর্ণ জয়ন্তী বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিষ্টসদের সাইকেল র্যালী….
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:একঝাঁক তরুণ লাল সবুজ পতাকা নিয়ে সাইকেল রাইড করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয় দিবসের দিনে । এ এক অন্যরকম আয়োজন তরুণদের শক্তি হোক দেশ প্রেমে.” মাদক কে না বলুন, সাইকেলে দেশ ঘুরুন” পেট্রোল ছেড়ে পেডেল মারুন , দূষণমুক্ত নগর গড়ুন ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক ভিত্তিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সাইকেলক্লিষ্ট এর আয়োজনে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাইকেল র্যালী করে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে।পায়ে প্যাডেল চেপে লাল সবুজ পতাকা হাতে নিয়ে রেলী করে সাইক্লিস্টরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকের পাড়ে বিজয় দিবসের দিনে সকাল আটটায় জমায়েত হয় অর্ধশতাধিক সাইক্লিষ্ট পরে সাইডিং করে মঠের গুড়ি, কাউতলি,মেড্ডা এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাইডটি বডিং মাঠে এসে শেষ হয়।রাইড সুন্দর করতে সাইক্লিস্ট ভলেন্টিয়ার টিম,বি আর সি নামে একটি বাইক গ্রুপ সংযোগী ছিল বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্ট এর এডমিন ফখরুল ইসলাম জানান দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য আমাদের এই সাইকেল রাইড আয়োজন।
আপনার মন্তব্য লিখুন