সরাইলে বিজিবি দিবসে বর্ণিল আয়োজন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিজিবি দিবস পালিত।সোমবার ২০ ডিসেম্বর ২০২১নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিজিবি দিবস পালিত হয়েছে।আয়োজনের মধ্যে ছিল– মিলাদ, দোয়া মহফিল বিশেষ দরবার, প্রীতিভোজও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সূত্র জানায়,
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে সোমবার ফজর নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছস্থ ২৫বিজিবি ব্যাটালিয়নের সদর জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় ব্যাটালিয়নের সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের উপস্থিতিতে কোয়ার্টার গার্ড প্রাঙ্গণে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় বিশেষ দরবার এবং দুপুর এক টায় প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।প্রীতিভোজ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ,
২৫ বিজিবি ব্যাটালিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজি শামীম হাছান পিএসসি,জেলা অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধও প্রশাসন ) মোল্লা মোহাম্মদ শাহিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনসহ স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সকল বিজিবি সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।প্রীতিভোজ শেষে এছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন