চান্দুরা ইউপি নির্বাচনে জয়ী হয়ে মডেল ইউপি গড়তে চান মোঃ বাবুল মিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: খুবই আসন্ন বিজয়নগর উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয়নগর উপজেলার সবকটি ইউপি নির্বাচন। চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থীরা ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন দিন রাত। দিচ্ছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে ভোটের মাঠে জয়ের লক্ষ্যে দিনরাত প্রচারে ব্যস্ত সময় পার করছেন মোঃ বাবুল মিয়া। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল মিয়া চান্দুরা ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে বিভিন্ন বয়সী ভোটারদের মাঝে ঘোড়া প্রতিকে ভোট চাচ্ছেন। । এলাকাবাসী সূত্রে জানা যায় বাবুল মিয়া একজন ভালো মানুষ।বাবুল মিয়া সবসময় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন।করোনা কালীন সময়ে অসহায় মানুষের পাশে সহযোগিতা করেছেন শত শত মানুষের ।তবে এখন ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন মোঃ বাবুল মিয়া ।সৎ, নিষ্ঠা ও আদর্শের পরিচয়ে ভোট চাচ্ছেন ভোটারদের মাঝে মোঃ বাবুল মিয়া । বাবুল মিয়া বলেন সেবক হয়ে সবসময় পাশে থাকতে চাই চান্দুরা ইউনিয়নবাসীর ।তিনি আরো বলেন চান্দুরা ইউনিয়নকে ডিজিটাল ও মডেল ইউপি হিসেবে গড়তে আমি এ বছর নির্বাচনে অংশ গ্রহণ করেছি।পাশাপাশি আমি সারাজীবন অসহায় ও হতলদরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চাই। চান্দুরা ইউনিয়নের ভোটাররা বিবেক দিয়ে আমাকে যোগ্য মনে করলে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন এবং ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবেন।
আপনার মন্তব্য লিখুন