সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।’ প্রতি বছরের ন্যায় এবার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ,মো.শরিফ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন।এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, এনজিও কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্স এর মাধ্যমে দেশের অনেক উন্নয়ন হচ্ছে,এ উপজেলা হতে প্রতি বছরে বিভিন্ন দেশে গমন করে অনেকে।অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই আলোচনা মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মন্তব্য লিখুন