১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ধান!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টারঃ অসহায় কৃষক আব্দুল হাকিম। বাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আতকাপাড়া গ্রামে। তিনি কৈচাপুর মৌজায় ১৫০ শতাংশ জমিতে রোপন করেছেন চিকন ধান। ধান পেকে পরিপক্ক হয়েছে ২০ দিন আগেই। ক্ষেতের চারিদিকে অন্যরা সব ধান কেটে নিয়ে গেলেও নিজ ক্ষেতের ধান কাটতে পারছেনা তিনি। মুথোফোনে এক সাক্ষাৎকারে এভাবেই অভিযোগ করেন কৃষক আব্দুল হাকিম। তার দাবী, ক্ষেতের ধান পেকে পরিপক্ক হলেও স্থানীয় কতিপয় প্রভাবশালীর হুমকীর মুখে ক্ষেতে নামতে পারছেনা। ফলে দেড় একর জমির ধান ক্ষেতেই বিনষ্ট হচ্ছে। একই সাথে ধান নষ্ট করছে গরু ছাগল। এ বিষয়ে প্রতিকার পেতে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঐ কৃষক। কৃষক আব্দুল হেকিম বলেন, ১৯৯২ সালে কৈচাপুর মৌজায় অঞ্জলি চিসামের কাছ থেকে দেড় একর জমি সাব কাওলা মূলে ক্রয় করেন। এরপর থেকে ২৯ বছর যাবত ভোগ দখল করে আসতেছেন। এ অবস্থায় গত ২০১৯ সালে রেকর্ড মালিক দাবীদার স্থানীয় কতিপয় ব্যক্তি উক্ত জমি দখলে নিতে সক্রিয় হয়ে উঠে। পরে নিজের দখলকৃত জমির বহাল রাখতে ময়মনসিংহ আদালতে মামলা (মামলা নং-১৪৭/২০১৯) দায়ের করেন। মামলা আদালতে চলমান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় আতকাপাড়া গ্রামের সাফায়েত হোসেন (৪৫), মিজানুর রহমান(৫৫), ছালেহা বেগম (৬০)সহ অনেকেই বলেন, জমিটি দীর্ঘদিন যাবত আব্দুল হাকিম ভোগ দখল করে আসছে। এখন নিজ ক্ষেতে ধান লাগিয়েও ধান কাটতে পারতেছেনা। স্থানীয় কতিপয় প্রভাবশালী ধান কাটতে গেলে বাঁধা দিচ্ছে। হুমকী দিচ্ছে মেরে ফেলার। এ ভয়ে ক্ষেতে যেতে পারছেনা কৃষক আব্দুল হাকিম। এ ঘটনায় হালুয়াঘাট থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, আমি কৃষক আব্দুল হাকিমের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সমাধানকল্পে চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন