সরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত করা হয়।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.আসলাম হোসেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম কানু, উপজেলা খাদ্য কর্মকর্তা আ. ছালাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.মওদুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম. সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. মাহফুজ আলী. আব্দুল মোমিন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন