ব্রাহ্মণবাড়িয়ায় এবার বিএনপি যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির একটি সভায় মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেন। সে বক্তব্য এখন ফেসবুকে ঘুরছে। এতে প্রধানমন্ত্রীকে অপমান-অপদস্ত করা হয়। এই বক্তব্যে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ছাত্রলীগের অভিযোগটি আমরা যাচাই-বাছাই করছি। এ বিষয়ে পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন