ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন। পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন, বহু ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে সকল কর্মসূচী স্ব স্ব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে পালন করতে হবে। এর মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে যেতে হবে। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন