সরাইলে ইউপি নির্বাচনে নৌকার ২জন বিজয়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ৯ টি ইউপি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ৩য় ধাপের ইউপি নির্বাচনে নৌকার ২জন বিজয়। উপজেলার ৯ ইউনিয়নের ২ টিতে নৌকার বিজয়, ৬টি স্বতন্ত্র ও ১টিতে লাঙ্গল প্রার্থীর বিজয় হয়েছে। নানা জল্পনা কল্পনার অবসাদ ঘটিয়ে একটি অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ পরিবেশে, উৎসব মুখর ভোট উৎসব উপহার পেল উপজেলাবাসী। আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে বিজয় হয়েছেন,সরাইল উপজেলা আওয়ামীলীগ কমিটির যুগ্ম আহবায়ক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল নৌকা প্রতীকে ৬ হাজার ৩ শত ১৯ ভোট পেয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে মোছা. আছমা বেগম আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক ৫ হাজার ভোট পেয়ে শাহজাদাপুর ইউনিয়নে নারী চেয়ারম্যান হিসাবে স্বাধীনতার পর প্রথম বিজয় হয়েছেন এ নারী নেত্রী।।
উল্লেখ থাকে যে,গতকাল ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সরাইলে ৯ টি ইউপিতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। সরাইল উপজেলার ভোটার সংখ্যা- ২ লাখ ৩৭ হাজার ১ শত৫৩ জন। এ উপজেলার ৯টি ইউপি ৬৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সরাইলের প্রশাসন শতভাগ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সফলতা অর্জন করেছেন বলে উপজেলাবাসীর মুখে- মুখে তারা বলেন, গতকাল ছিল ভোট উৎসবমুখর ‘ সুন্দর পরিবেশে ভোটারদের ভোট অধিকার প্রয়োগের দিন।
আপনার মন্তব্য লিখুন