জীবনের শেষ ভোট দিয়েছেন ৯০ বয়সে আবু জামান ভূইঁয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)দুপুর তিনটায়। রোগ আর বয়সের ভারে কুঁজো হয়ে পড়া আবু জামান ভূইঁয়া এসেছেন দেওড়া পুর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। ৯০ বছর বয়সী এ দুই ছেলের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে গেলেন। ভোট দিয়ে আবার আনসার সদস্য কাঁধে ভর দিয়েই বের হয়ে এলেন। জানালেন তাঁর কথা, মনে হয় জীবনের শেষ ভোট দিয়েছি,তবে বেঁচে থাকলে আরো ভোট দেওয়ার ইচ্ছা আছে তার।স্ত্রী এখনো বেঁচে আছেন। তার স্ত্রী বয়সও ৭৫ বছরের বেশি বলে দাবি করলেন এ বৃদ্ধ।ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। জীবনের শেষ প্রান্তে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের বাসিন্দা আবু জামান ভূইঁয়া,তিন ছেলেও চার মেয়ের জনক আবু জামান ভূইঁয়া। এখন পুত্রবধূ ও নাতি- নাতনিদের নিয়ে একই বাড়িতে বসবাস করছেন এ বৃদ্ধ।
আপনার মন্তব্য লিখুন