সরাইলে ইউপি নির্বাচন রোববার,সকল প্রস্তুতি সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা গতকাল শুক্রবার রাত বারোটায় শেষ হচ্ছে।রোববার(২৮নভেম্বর) ওই ইউনিয়নে ভোট গ্রহণ। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সফল করতে স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী বিজিবি ক্যাম্প। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া সরাইল ইউপি নির্বাচন।তাই নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক প্রস্ত্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন।গোটা নির্বাচনী এলাকা ঢাকা হয়েছে নিরাপত্তার চাঁদরে।মোতায়ন হয়েছে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ ৪৪৪ জন১ হাজার ৭শত১৭ জন আনসার,এবং র্যাব-বিজিব সহ একাধিক পর্যবেক্ষক।ভোটাররা যেনো নির্ভিগ্নে ভোট প্রদান করতে পারে এজন্য গ্রহন করা হয়েছে প্রশাসনিক সকল ব্যাবস্থা।সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য করণীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান,সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮ জন,সংরক্ষিত মহিলা আসনে ১০৬ জন,ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন হবে ১০১টি কেন্দ্রে। মোট ভোটকক্ষের সংখ্যা ৬০৪টি। ভোটার রয়েছেন পুরুষ ১ লাখ ২৪ হাজার ৩ শত ৬৮ ও মহিলা ১ লাখ১২ হাজার ৭ শত ৮৫ জন মোট ভোট সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩জন। উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফ উদ্দিন জানান,নির্বাচন হবে আবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে।উপজেলার ৯টি ইউনিয়নে ১০১ টি কেন্দ্রে ২ লক্ষ৩৭ হাজার১৫৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন,সরাইল সদর ইউপিতে ভোট হবে এভিএমে। বাকী ৮ টি ইউনিয়নে ব্যালটে। কেন্দ্রগুলোতে ১০১টি প্রিজাইডিং- ১০১অফিসার, ৬০৪জন সহকারি প্রিজাইডিং অফিসার, এবং এক হাজার ১২শ ৮ জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল জানান,সরাইল উপজেলা ইউপি নির্বাচন শান্তিপূর্ণ হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনে একাধিক পর্যবেক্ষক টিমের টহল থাকবেন। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। তিনি বলেন, ইউপি নির্বাচন হবে অবাধ ও স্বচ্ছ নির্বাচন।
আপনার মন্তব্য লিখুন