১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পর্যায়ের কারিগরি শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:“কারিগরি শিক্ষা নিব, নিজের কর্মসংস্থান নিজেই করব” এই লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পর্যায়ের কারিগরি শিক্ষার্থীদের নিয়ে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ইসলামিক সেন্টারে সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউটের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) মোঃ সুলতান হোসেন। সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার জোবাইর আহম্মদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলাইমান, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং এন্ড রিসার্চ এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোদাচ্ছের হোসেন সিরাজী। এ সময় বক্তারা বলেন, বর্তমান আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে কারিগরি শিক্ষা মানবজীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। তাই প্রত্যেককেই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের মানুষকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে জন সম্পদে পরিণত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউটের বিভিন্ন কারিগরি পর্যায়ে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন