জামালগঞ্জে অনলাইনে আয় বিষয়ক ফ্রি ক্লাস
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনলাইনে আয় বিষয়ক ফ্রি ক্লাস ( ফ্রিল্যাসিং এন্ড আউটসোর্সিং) অনুষ্টিত হয়। শুক্রবার (২৬ নভেম্বর) দিন ব্যাপী জামালগঞ্জ শিল্পকলা একাডেমীতে ( অডিটোরিয়াম) অনুষ্টিত হয়েছে। আয়োজনে ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শাহীন আলম, ছাতক উপজেলার জেনুইন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আব্দুল জব্বার রনি এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাউয়া বাজারের বিশিষ্ট সমাজ সেবক, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি ও আইটি কম্পিউটার একাডেমী’র পরিচালক নাজিম উদ্দিন তালুকদার, বিশেষ অতিথি- ধর্মপাশা মাস্টার বাড়ী ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক গোলাম জিলানী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বতর্মান সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সাংবাদিক ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ ও সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ। ফ্রি ক্লাসে প্রায় ২ শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন