ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের প্রচারণার মাইক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কবির আহমেদ।
লিখিত অভিযোগে বলা হয়, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনের নিজ গ্রাম কিশোরপুরে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের পক্ষে সজিব ও রাসেল নামে দুই তরুণ নির্বাচনী প্রচারণা চালাতে যায়। দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেনের কয়েকজন সমর্থক প্রচারণায় নিয়োজিত ইজিবাইকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইজিবাইকে থাকা দুইজনকে মারধর করে প্রচারণার মাইক ভেঙে লিফলেট ও পোস্টার ছিনিয়ে নেয়।
তবে অভিযোগ বানোয়াট উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘এসব নোংরামি করার সময় আমার নেই। আমি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইছি। আর ওনি (কবির আহমেদ) নোংরামি করছেন। নিজেই মাইক ভেঙেছেন। ওনার অবস্থা ভালো না দেখে এসব করছেন’।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের কপি আমরা থানায় পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে’।
আপনার মন্তব্য লিখুন