১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট পুঃন গণনার দাবীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফলাফল পরিবর্তনের প্রতিবাদে ও পুনঃ ভোট গননার দাবীতে সংবাদ সম্মেলণ করেছেন ওই ইউনিয়নে পরাজিত আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও গোয়ালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কিরন মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের তিনি এই সংবাদ সম্মেলণ করেন। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের দিন উপজেলা প্রশাসেনর কর্মকর্তা ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী গোয়ালনগর ইউপির ৬৭ নং নোয়াগাও ও ৬৮ নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্টদের বের করে দেয় এবং অধিকাংশ সময় ভোটকেন্দ্রে অবস্থান করে ভয়ভীতি প্রদর্শন করে নৌকা বেইজধারীদের লাঠি চার্জ ও মারপিঠ করায় ওই কেন্দ্রের ভোটাররা ভোট প্রদান করতে সাহস পায়নি। এছাড়াও তিনি অভিযোগ করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনীর খেয়ালখুসি মত রামপুরা কেন্দ্র ব্যতিত ৮টি কেন্দ্রের ভোট হাতে পেয়ে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। আমাকে মাত্র ২৯ ভোটের পার্থক্য রেখে ফলাফল ঘোষণা করেন। তাই তিনি ওই দুই ভোটকেন্দ্রের পুঃন ভোট গনণা বা পুঃন নির্বাচনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি এড. মহিউদ্দিন আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ কাউসার মিয়া, মোঃ খোকন মিয়া, আরশ আলী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন