প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ে মাদক পাচারের সময় দুইজন আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সাংবাদিক পরিচয়ে ৭১ বাংলা টিভির স্টিকার লাগানো প্রাইভেটকার যোগে গাঁজা পাচারকালে দুইজনকে আটক করেছে র্যাব ১৪ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ৮৭ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা নিজেদেরকে ‘৭১ বাংলা’ নামে একটি টিভি চ্যানেলের সাংবাদিক বলে র্যাবের কাছে পরিচয় দেয়। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আক্কাছ আলীসহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন