সরাইলে আচরণবিধি ভঙ্গের দায়ে ৮৫হাজার টাকা জরিমানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ইউপি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ব্রাহ্মণ বাড়িয়া সরাইলে প্রত্যন্ত ভাটি অঞ্চল এলাকায় ১৩ মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। (২৫নভেম্বর) বৃহস্পতিবার সরাইল উপজেলা পানিশ্বরও অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া-রাজাপুরসহ বিভিন্ন এলাকার ১৩ জন প্রার্থীও প্রতিনিধিকে এ অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সামিন সারোয়ার।অভিযানের সময় সরাইল থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ও পানিশ্বর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৩ টি মামলায় ১৩ জন প্রার্থীকেও প্রার্থীর প্রতিনিধিকে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অপরাধে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৩১(১) বিধি অনুসারে ৮৫ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান। ২৮ নভেম্বর সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন