সরাইলে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে অর্থদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযানে ৯জন চালককে ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন জানায়, পৃথক অভিযানে ভ্রাম্যমান আদালত ৯ জন গাড়ি চালককে ৯টি মামলায় ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন। তিনি আরোও জানান,অধ্যাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সরাইল থানা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
আপনার মন্তব্য লিখুন