অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করব- শাহজাদাপুর মেম্বার প্রার্থী আলীরাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্তমান মেম্বার আলীরাজা। তিনি সরাইল উপজেলার ৯নং শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী। প্রবীন এই সমাজসেবকের নির্বাচনী প্রতীক তালা মার্কা ।দীর্ঘদিন থেকেই আলীরাজা সামাজিক ও এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন সরকারি ভাবেও নিজ উদ্যোগে। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট।
আলীরাজা বলেন, আসন্ন নির্বাচনে যদি আবার নির্বাচিত হতে পারি। তাহলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবো। পূর্বের ন্যায় ভবিষ্যতেও জনগণের সুখে-দূ:খে পাশে থাকবো। এছাড়াও মাদক, তাস (জুয়া) ও ইভটিজিং নির্মূলে কাজ করবো। সর্বপুরি সকলকে নিয়ে এই ওয়ার্ডকে একটি আলোকিত ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।।
আপনার মন্তব্য লিখুন