সরাইলে এসএসসি-সমমান পরীক্ষায়৪কেন্দ্রে ২৭শত ৪৫ জন পরীক্ষার্থী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)আজ রোববার থেকে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সকালে ৪টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর।পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিভাবক,শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পরীক্ষায় অংশ নেবে মোট ২৭শত৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে আজ ৪শত ১৩ জনের মাঝে অংশগ্রহণ কারি ১১জন-পরীক্ষার্থী অনুপস্থিত। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা চলাকালিন কেন্দ্র পরিদর্শন করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান বলেন,এবার এস.এস.সি,ও এস.এস.সি (ভোকেশনাল)-২০২১ইং সমমানের পরীক্ষায় সরাইল উপজেলার ৪ টি কেন্দ্রে মোট ২ হাজার ৭শত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে আজ এসএসসিতে ৩শত ১৪ জন, ভোকেশনালে ৯৯ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় ১১জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন, উপজেলার পরীক্ষার সকল কেন্দ্র গুলোতে পুলিশ ও প্রশাসনিক অফিসার নিয়োগ করা হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইউএনও বলেন,পরীক্ষার্থীরা নকল মুক্ত শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,
আপনার মন্তব্য লিখুন