নাসিরনগর উপজেলায় সদরে ৬ পুরুষকে ভোট যুদ্ধে হারিয়ে চেয়ারম্যান হলেন নৌকার সারথী পুতুল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: নাসিরনগর উপজেলায় ইউপি নির্বাচনে সদরে প্রতিদ্বন্ধী ৬ পুরুষ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী পুতুল রানী দাস। নির্বাচনে পুতুল রানী দাস পেয়েছেন ৪৮৭৮ ভোট, নিকটত প্রতিদ্বন্ধী মোঃ রফিজ মিয়া পেয়েছেন চশমা প্রতীকে ৩৮৫৭, এছাড়া বিদ্রোহী শেখ আব্দুল আহাদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৪৪৮ ভোট। এ ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা মোট ৯টি। ভোটার মোট ২০ হাজার ৯১৯ জন। ভোট পড়েছে ১৪ হাজার ৯০৮ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৪১৪ ভোট। ফলে বেসরকারিভাবে পুতুল রানী দাসকে নাসিরনগর সদর ইউপি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।জয়ী পুতুল রানী দাস বলেন এ জয় নৌকার জয়।এ জয় আওয়ামী লীগের জয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জয়।
আপনার মন্তব্য লিখুন