ব্রাহ্মণবাড়িয়া নির্মাণ ক্রুটির কারণে প্লাটফর্মের ঘষায় ট্রেনের বগির ক্ষতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নির্ধারিত সকল ট্রেন যাত্রা বিরতি দিতে শুরু করেছে। তবে নির্মাণ ক্রুটির কারণে প্লাটফর্মের ঘষায় ট্রেনের বগির বেশ ক্ষতি হচ্ছে। স্টেশনের ১ নং প্লাটফর্মে এই সমস্যা দেখা দেয়।
স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের উন্নয়নসহ সিগন্যালের কাজ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সিগন্যালসহ আনুষঙ্গিক কাজ শেষ হওয়ায় শনিবার থেকে সব ট্রেনের যাত্রা বিরতি দেওয়া শুরু হয়। এ উপলক্ষে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ১ নং প্লাটফর্মটি উঁচু করা হয়েছে। এর বেশিরভাগ অংশে নির্ধারিত মাপের বেশি বাড়ানোয় লাইনে আসা ট্রেনের বগি ঘষা খাচ্ছে। চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন প্লাটফর্মে ঘষা লাগলে এর একাধিক বগির রঙ উঠে যায়।
প্রত্যক্ষদর্শী এনায়েত উল্লাহ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল ট্রেনটি সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢুকলে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ট্রেনের কাছে গিয়ে দেখতে পাই, প্লাটফর্মের বাড়তি অংশে ঘষা লেগে এমন শব্দ হয়। এ ছাড়া এসময় যাত্রীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।’
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, যদি এমন হয়ে থাকে তাহলে আপাতত এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
আপনার মন্তব্য লিখুন