জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকরী পদ্ধতি-ইউএনও মৃদুল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)আজ ৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টার সময় উৎসাহ -উদ্দীপনার মধ্যমে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” স্লোগান কে সামনে নিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও হলের সামনে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়া, এ সময় ইউএনও আরো বলেন,সমবায় কে তিনি উন্নয়নের অন্যতম পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। তাই আজ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকরী পদ্ধতি বললেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। শুভেচ্ছা ও সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ। প্রধান অতিথি সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, বক্তব্য রাখেন সরাইল উপজেলা সমবায় সমিতির সাবেক সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা সমবায় সমিতির সভাপতি মো. রুবেল ঠাকুর, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী. সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,এছাড়াও সরাইল উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্হানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি দের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। সমবায় দিবসের আয়োজন করেন সরাইল উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন