ইউপি নির্বাচনী হাওয়া: সরাইলে ভোটের মাঠে ৩ নারী চেয়ারম্যান প্রার্থী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইলে ভোটের মাঠে ৩ নারী চেয়ারম্যান প্রার্থী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইলে এবার পুরুষদের সাথে পাল্লা দিয়ে ভোটের মাঠে নেমেছেন ৩ নারী চেয়ারম্যান প্রার্থী। তারা হচ্ছেন, কালিকচ্ছ ইউনিয়নে, রোকেয়া আক্তার, শাহজাদাপুর ইউনিয়নে মোছা. আছমা আক্তারও চুন্টা ইউনিয়নে শামীমা আক্তার। তারা ২জনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। একজন স্বতন্ত্র প্রার্থী।। জানাযায়, তৃতীয় দফায় ২৮ নভেম্বর অনুষ্ঠেয় সরাইল উপজেলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রথম মতো লড়ছেন মহিলা তিন জন। সরাইল উপজেলা
কালিকচ্ছ ইউনিয়নে রোকেয়া আক্তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু মোছা মৃধা সাবেক চেয়ারম্যান তিনি মারা যাওয়া এবার নির্বাচনে লড়ছেন তিনি।যেমন রয়েছে ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক ঐতিহ্য, তেমনি দলীয় অবস্থানের কারণে তিনি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন- এমনটাই গুঞ্জন উঠেছে। এদিকে শাহজাদা পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় ইউনিয়নের বতর্মান মহিলা সংরক্ষিত সদস্য ও শাহজাদাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেত্রী মোছা. আছমা আক্তার নৌকা নিয়ে লড়ছেন। তৃতীয় দফায় ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এছাড়া, চুন্টা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীমা আক্তার।ভোটের মাঠে ৩ নারী চেয়ারম্যান প্রার্থী প্রসঙ্গে অনেকে এমন করে বলেন,নারীর ক্ষমতায়নের প্রশ্নে জাতীয় ও স্থানীয় পর্যায়ের যে কোন নির্বাচনেই পুরুষদের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজন হলেও সে কাজটি খুব একটা হচ্ছে না। তবে, সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নের ২টিতে হলেও আওয়ামী লীগের নারী প্রার্থী দেওয়ার বিষয়টি আমাদেরকে উৎসাহিত করেছে। ভবিষ্যতে সব দলগুলোর তরফ থেকেই সকল নির্বাচনেই নারী প্রার্থী বাড়ানো উচিত বলে মন্তব্য করেন অনেকে। স্বতন্ত্র প্রার্থী নারী হিসেবে ভাল অবস্থানে শামীমা আক্তার রয়েছেন এমন গুঞ্জন রয়েছে নির্বাচনের মাঠে।।
আপনার মন্তব্য লিখুন