আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ৩ দিন ধরে পণ্য আমাদানি বন্ধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ৩ দিন ধরে ভারতের ত্রিপুরা থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওয়েট স্কেলে ত্রুটির কারণে গত সোমবার থেকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার ওয়েট স্কেলে ত্রুটি চোখে পড়ে। এতে করে আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়। ফলে গত সোমবার থেকে সাময়িক সময়ের জন্য নতুন করে পণ্য আমদানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বন্দরের বিদ্যমান ওয়েট স্কেল দিয়ে সর্বোচ্চ ১০০ মেট্রিক টন পর্যন্ত পরিমাপ করা সম্ভব। ইতোমধ্যে ওয়েট স্কেলের ত্রুটি মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।
আপনার মন্তব্য লিখুন