ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগীর পরিবার। গত ২১ অক্টোবর শহরের পুনিয়াউট এলাকায় এ ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যায় নির্যাতিত ওই কিশোরী পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে বিষয়টি প্রকাশ পায়। ভূক্তভোগী শিক্ষার্থী পুনিয়াউট এলাকার হামদু মিয়ার মেয়ে। বর্তমানে সে জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিত শিক্ষার্থীর পরিবার সূূত্রে জানাযায়, ওই শিক্ষার্থী প্রতিদিনের মত প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে পুনিয়াউট এলাকার একটি রেষ্টুরেন্টের কর্মচারী সুমন তাকে জোরপূর্বক একটি ঝোঁপঝাড়ে নিয়ে ধড়ালো অস্ত্রর ভয় দেখিয়ে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী চিৎকার শুরু করলে সুমন তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুশিয়ার করে দেয়। এতে সে বিষয়টি কাউকে জানায়নি। তবে শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় নির্যাতিত ওই কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি খুলে বললে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক জানান, সদর হাসপাতালের গাইনী বিভাগে কিশোরীটিকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।
আপনার মন্তব্য লিখুন