সরাইলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিংডে সরাইল থানা
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে সরাইলে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে থানার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি উপজেলের সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এর এ এসপি মো. আনিছুর রহমান, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং সরাইল থানা সমন্বয় কমিটির আহবায়ক মৃধা আহমেদ কামাল,
অরুয়াইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদ আবু তালেব প্রমুখ।
কমিউনিটি পুলিশিং ডে এর আলোচনায় বক্তারা বলেন,পুলিশ এবং জনতা পরস্পর সহযোগীতার মাধ্যমে সমাজের ছোট-বড় যেকোন ধরনের অপরাধ নির্মূল সহজ হবে। জনসেবা ও সম্প্রীতির মাধ্যমে জনগণের নিকট পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সরাইল থানা পুলিশ সকলকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ইতিমধ্যে গ্রাম পর্যায়ে সাধারন মানুষ এ কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। এর আগে পুলিশ,রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনী-পেশার শতাধিক মানুষের অংশগ্রহনে র্যালিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন শুরু হয়।
আপনার মন্তব্য লিখুন